• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

সতর্ক হওয়ার পরামর্শ দিলেন শি জিনপিংকে ,বাইডেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩
শি জিনপিং (বামে) ও জো বাইডেন। সংগৃহীত ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমাদের বিনিয়োগের ওপর চীনের অর্থনীতি নির্ভরশীল- বিষয়টি মনে করিয়ে দিয়ে এই সতর্কবার্তা জানান বাইডেন।

চলতি বছরের গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট এই সতর্কবার্তা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষজ্ঞদের সাক্ষাৎকারে বিষয়টি উঠে এসেছে।
ওই বিশেষজ্ঞদের মতে, “মার্কিন প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্টকে বলেন- আমি বলেছি, এটা কোনও হুমকি নয়। এটা আমার পর্যবেক্ষণ।”

জো বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর থেকে ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে।

তিনি বলেন, “আপনি (শি জিনপিং) বলেছেন যে আপনার দেশের অর্থনীতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। সুতরাং আপনি সতর্ক হোন, সাবধান হোন।” সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ