মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির প্রশ্নে স্টকহোমের সঙ্গে তুরস্কের ‘দূরত্ব’ দূর করার আহ্বান জানিয়েছেন জেন্স স্টোলটেবার্গ। স্টোলটেবার্গ বর্তমানে ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জানান, আগামী মঙ্গলবার আরেকবার ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার উপায় নিয়ে আলোচনা করবেন পশ্চিমা নেতারা।
সুইডেনকে ন্যাটোতে প্রবেশ করতে হলে এই জোটের পুরনো সদস্য তুরস্কের সমর্থন পেতেই হবে। কিন্তু সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন অবমাননা করার প্রতিবাদে আঙ্কারা ন্যাটোতে স্টকহোমের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে।
আগামী মঙ্গলবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। তার আগে শুক্রবার স্টোলটেনবার্গ ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী সোমবার সুইডিশ ও তুর্কি কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আরেক দফা আলোচনায় বসবেন।
সংবাদ সম্মেলনে ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়েও কথা বলেন ন্যাটো মহাসচিব। তিনি বলেন, আগামী মঙ্গলবার ভিলনিয়াসে শীর্ষ নেতারা আরেকবার ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার উপায় নিয়ে আলোচনা করবেন।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি ‘ন্যাটো জোটের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন’ হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, যে দেশের রাস্তায় প্রকাশ্যে উগ্রবাদীরা বুক ফুলিয়ে চলাফেরা করে তাকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা বোকামি। তিনি সুইডেনে তুরস্কবিরোধী বিদ্রোহী গোষ্ঠী পিকেকে সদস্যদের স্বাধীনভাবে চলাফেরার প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।