• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

আরও সাড়ে ৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রায় এলো জাহাজ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে এমভি ‘ওয়াই এম সামিট’ নামের একটি বিদেশি জাহাজ এসেছে। মার্শাল আয়ল্যাান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এসেছে।

সোমবার সকালে এটিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হয় এবং সেখানে পুরোপুরি কয়লা খালাস করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পায়রাবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।

তিনি জানান, রোববার বিকালে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে। ৯ দশমিক ৫০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯০ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটি এদিন সকালে আউটার অ্যাঙ্কোরেজে ভিড়ে। পরে বিকালে ইনারে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, কয়লা সংকটের কারণে টানা ২০ দিন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি ‘এ্যাথেনা’ জাহাজ পায়রাবন্দরে আসে। ওই কয়লা খালাসের পর ২৫ জুন থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট পুনরায় চালু করা হয়।

পরে ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে জাহাজ ‘প্যাভো ব্রেভ’ পায়রাবন্দরে আসে। ৬ জুলাই আসে ৩৬ হাজার ৬০০ টন কয়লাবাহী জাহাজ এমভি ‘জাডোর’। এবার কয়লা আসার মধ্য দিয়ে চতুর্থবারের মতো জাহাজ এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ