• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

গোয়ালন্দে শিয়ালের আক্রমণে আহত ৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩
Exif_JPEG_420

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি খ্যাপা শিয়ালের আক্রমণে কামড়ে একই পরিবারের তিনজন আহত হয়েছে।

সোমবার (১০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হারেজ মিয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাজেরা বেগম (৭২), তার ছেলে হানিফ শেখ (৪৫) ও হানিফের স্ত্রীর রাশেদা বেগম (৩৫)।

জানা গেছে, হাজেরা বেগম প্রতিদিনের মতো রান্না ঘরে বসে তরকারি কাটছিলেন। তখন ওই শিয়ালটি রান্না ঘরে ঢুকে তার ওপর হামলা চালায় এবং কামড়াতে শুরু করে। তার চিৎকারে প্রথমে তার ছেলের স্ত্রী রাশেদা এবং পরে ছেলে হানিফ এলে তাদেরও কামড়ায় শিয়ালটি। তাদের ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে শিয়ালটি পালিয়ে না গিয়ে তাদের দিকে তেড়ে যায়। তখন তারা শিয়ালটি পিটিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় শিয়ালের উপদ্রুত বেড়ে গেছে। প্রতিদিনই শিয়াল দল এলাকায় ঘোরাফেরা করে। আগে কুকুর দেখলে শিয়াল পালিয়ে গেলেও এখন সঙ্ঘবদ্ধ শিয়ালের ভয়ে কুকুর পালিয়ে যায়। তবে ওই শিয়ালটি কোনো কারণে খেপে ছিল, তাই বাড়িতে ঢুকে আক্রমণ করেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, কুকুর, বিড়াল বা শিয়ালে কামড়ালে তাদেরকে হাসপাতালে পাঠাতে হবে। তাদের শরীরে প্রতিষেধক ইনজেকশন পুশ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ