• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:

গ্রেফতার হয়েছে ধান নিয়ে উধাও হওয়া সেই ট্রাক ড্রাইভার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

মো: আসাদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার ঠাকুরাকোনা থেকে ব্যবসায়ীর ট্রাক ভর্তি ধান নিয়ে উধাও হওয়া ট্রাকটি উদ্ধার পূর্বক আসামিকে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

গত ২৫ জুন নেত্রকোনা মডেল থানাধীন ঠাকুরকোনা বাজারের ধানমহল থেকে নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে ট্রাকসহ পালিয়ে যায় ড্রাইভার গোলাম মোস্তফা। পরবর্তীতে ধান ব্যবসায়ী রাজু আহমেদ ৮ জুলাই মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালক গোলাম মোস্তফাকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সোমবার ভোরে ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহায়তায় ২৫ কেজির ২৮৭ বস্তা চাল ও ৫০ কেজির ৩৮ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপারের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা সদর থানার এসআই ফরিদ আহমেদ ও এ এস আই আবুল হোসেন।
সোমবার (১০ জুলাই) সকালে ১১ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

এসময় তিনি জানান, ট্রাকসহ চালক ও উদ্ধারকৃত চাল নিয়ে আসা হয় নেত্রকোনায়। ট্রাকচালক গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘোকরা গ্রামের আবুল কাশেমের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ