• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

কলকাতায় কাঁচা মরিচ ৩০০!

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

সম্প্রতি বাংলাদেশে কাঁচা মরিচের দাম পৌঁছায় ১২০০ টাকায়। সেই রেশ এখন কিছুটা কমেছে। তারপরও দাম সাধারণের নাগালের বাইরে। এবার একই পণ্যের দাম লাগাম ছাড়তে শুরু করেছে ভারতে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোমবার (১০ জুলাই) কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ রুপিতে।

টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এই সময়ের খবরে বলা হয়েছে, কলকাতায় আরও বাড়ল সবজির দাম। রাজ্য সরকারের টাস্ক ফোর্স গত সপ্তাহের শুরুতে বাজারে হানা দেওয়ার পর সবজির দাম কিছুটা কমেছিল। কিন্তু পঞ্চায়েত ভোট মিটতেই ফের সবজির দাম বাড়ছে।

কলকাতার বাজারে পটল বিক্রি হচ্ছে ৬০-৭০ রুপিতে। এছাড়া বেগুনের দাম কেজিপ্রতি ১১০-১২০ রুপি। পাশাপাশি কাঁচা মরিচ, টমেটোর দাম আরও বেড়েছে। টমেটো প্রতি কেজি১২০-১৩০ রুপি, কাঁচা মরিচের দাম ৩০০ রুপির বেশি।

দাম বাড়ার কারণ হিসেবে বলা হয়েছে, বিহারের কাটিহার থেকে আগের সপ্তাহে কাঁচা মরিচ আসা শুরু হয়েছিল কলকাতায়। এছাড়া বেঙ্গালুরু থেকে আসে টমেটোও। কিন্তু পঞ্চায়েত ভোটের কারণে ওই জায়গাগুলো থেকে কলকাতায় সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সবজির পাশাপাশি কলকাতায় মাছের দামও অনেক বেড়েছে। কাতলা মাছ ৩০০-৩৫০ রুপি, রুই ২২০ রুপি এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ রুপিতে।

ওয়েস্ট বেঙ্গল ভেন্ডরস অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে এ প্রসঙ্গে বলেন, বেশ কিছু রাজ্যে থেকে সরবরাহকারীরা গাড়ির চালকদের জানিয়ে দিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে না ঢুকে সীমান্তে অপেক্ষা করতে। ফলে সরবরাহ না থাকায় বেড়েছে সবজির দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ