• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:

বগুড়ায় জুটমিলে আগুনে পুড়ল দেড় কোটি টাকার মালামাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বগুড়া সদরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় বুধবার সকাল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাসান জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে জুট মিলের দুইটি মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম।

জুটমিল মালিকের দাবি, আগুনে তাদের দুই মেশিনসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম জানান, বুধবার সকাল ১০টার দিকে সদরের হরিগাড়ী এলাকায় হাসান জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সদর ফায়ার সার্ভিসের পাশাপাশি কাহালু ফায়ার সার্ভিসেরও একটি টিমসহ ৩টি ইউনিট সেখানে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত। কারখানাটির প্রধান মালামাল পাট হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়ে। এতে করে জুট মিলের ২টি মেশিনসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ