পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ম. আব্দুর রাজ্জাকের পক্ষ হইতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন (বৃত্তি) নগদ অর্থ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৪জন শিক্ষার্থীদের হাতে এ নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুজ্জামান রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস,কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বাবলু,বীর মুক্তিযোদ্ধা ফরিদ, ইউপি সকল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পরে মেধা কোটায় (ট্যালেন্টপুল) পাওয়া শিক্ষার্থী ৫ জনকে ৫ হাজার করে ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থী ৯ জনকে ২হাজার করে টাকা প্রদান করা হয়।