• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

মিশার অভিনয়ের স্কুল যেটা, আমার ওটা না

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
শহীদুজ্জামান সেলিম। ছবি : সংগৃহিত

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। প্রিয়তমা, সুড়ঙ্গ, ক্যাসিনো, প্রহেলিকা ও লাল শাড়ি। এর মধ্যে ৩টি সিনেমায় খল চরিত্রে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে! মঞ্চ থেকে শুরু করে সিনেমার বড় পর্দা, অভিনয়ের সব মাধ্যমেই তার সমান বিচরণ। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘চোরাবালি’ ছবিতে খলনায়ক চরিত্রে সেলিমের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।

এরপর থেকে একাধিক ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে তার কাছে। এরি ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ৫টি ছবির মধ্যে ৩টি ছবিতেই দেখা যাচ্ছে এই খলনায়কে। তার অভিনীত প্রত্যেকটি সিনেমাই যখন ব্যবসাসফল হওয়ার পথে, বিষয়টি কেমন উপভোগ করছেন তিনি? আরটিভির গ্ল্যামারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অনুভূতি ব্যাক্ত করেছেন শহীদুজ্জামান সেলিম।

তিনি জানান, ৩টি চরিত্রের প্লট ৩ ধরনের। কোনোটার সঙ্গে কোনোটা মিল পাওয়া যাবে না। লাল শাড়িতে আমি গ্রামের মহাজন, প্রিয়তমাতে অনেক ভয়ংকর একটি চরিত্র যে টাকার জন্য সবকিছু করতে পারে, আবার সুড়ঙ্গে পুলিশের চরিত্র। দর্শক ভালোভাবে চরিত্রগুলোকে রিচ করতে পেরেছে। তারা ভাবছে, তাদের ভাবাচ্ছে এবং সিনেমা হল থেকে বেরিয়ে এসে সেটা প্রকাশ করছে এটাই একজন অভিনেতার প্রাপ্তি।

এবারই প্রথম একই দিনে মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যায় সর্বোচ্চ সিনেমা মুক্তি পেল সেলিমের। এর আগে এই রেকর্ডটি থাকত ঢালিউডের খলনায়ক মিশা সওদাগরের দখলে। অবাক বিষয় হচ্ছে, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাতেই নেই মিশা। তবে কি মিশা সওদাগরের অবর্তমানেই দর্শক সাদরে গ্রহণ করছেন শহীদুজ্জামান সেলিমকে? কী ভাবছেন তিনি?

এ প্রশ্নের উত্তরে সেলিম বলেন, মিশার অভিনয়ের স্কুল যেটা, আমার অভিনয়ের স্কুল ওটা না। মিশা থাকলেও আমার এই অভিনয়গুলো আমি করব বা করতাম, আবার আমি থাকলেও সে এই অভিনয়গুলো করবেই। সে আমার রাস্তায় পড়ে না, সে এক পথের পথিক, আমি অন্য পথের পথিক।

প্রত্যেকের অভিনয়ের প্যার্টান আলাদা। দর্শক কি পছন্দ করছে সেটা সে তার মতো করে ভাবছে, আমি আমার মতো করে ভাবছি। কেউ কারও জায়গা নিতে পারে না, কেউ কারও রাস্তা দখল করতে পারে না। দিনশেষে দর্শক বিচার করবে ভবিষ্যতে কি হবে।

ঈদে মুক্তিপ্রাপ্ত বাকি ২টি সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে নাসির উদ্দিন খান এবং তাসকিন রহমানের মতো অভিনেতাদের। হলগুলোর কানায় কানায় এই পরিপূর্ণতার পেছনে নতুনত্ব ও খলচরিত্রের ভূমিকাও জানান দেয়। নতুন গল্প, নতুন চরিত্র, অসাধারণ সিনেমাটোগ্রাফি সঙ্গে খলনায়কদের প্রতিভা সব মিলিয়েই যেন বাংলা সিনেমার এই জোয়ারে গা ভাসাচ্ছেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ