চলতি বছরের শুরুতেই বক্স অফিসে ঝড় বইয়ে দিয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’। চার বছরের লম্বা বিরতি কাটিয়ে ফিরে এই ছবি দিয়ে ১৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেন কিং খান। সেই ‘পাঠান’ নিয়ে প্রশ্ন করে আলোচনায় শাহরুখের সবচেয়ে সেরা নায়িকা কাজল।
১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এই জুটি। মাঝে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘দিওয়ালে’-এর মতো ছবিতে দেখা যায় তাদের। সবগুলোই সুপারহিট।
সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি শাহরুখ খানকে কী প্রশ্ন করতে চান। জবাবে অজয়-পত্নী বলেন, ‘আমি শাহরুখের কাছ থেকে জানতে চাইব, ‘পাঠান’ সত্যিকারের কত টাকার ব্যবসা করেছে।’
কাজলের এই প্রশ্নই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নানা ধরনের মন্তব্য করছেন নেট-নাগরিকরা। একজন যেমন লিখেছেন, ‘এরকম বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন পড়বে না।’ আরেকজন আবার কাজলের পক্ষ নিয়ে মন্তব্য করে বসেন, ‘ঠিকই বলেছে। আজকাল বেশিরভাগ চিত্র সমালোচক, ট্রেড পণ্ডিতরা টাকা খেয়ে বসে আছে। ফেক রিপোর্ট দেয়। আর ভারতের বক্স অফিস রিপোর্টকে বিশ্বাস না করাই ভালো। পাঠানের কালেকশন নিয়ে সামনে আসা রিপোর্ট ভুয়া আসার সম্ভাবনা প্রবল।’
আপাতত কাজল ব্যস্ত রয়েছেন তার ওটিটি শো ‘ট্রায়াল’-এর প্রচার নিয়ে। ট্রায়ালে কাজলের সঙ্গে দেখা গেছে কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তকে। এটি একটি কোর্টরুম ড্রামা। তার চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত, যে একজন গৃহবধূ।
অন্যদিকে, মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘জওয়ান’। সম্প্রতি ২ মিনিট ১২ সেকেন্ডের ‘জওয়ান’ প্রিভিউ ঝড় তুলেছে ইন্টারনেটে। মারকাটারি অ্যাকশন, হেলিকপ্টারে মারপিট, কার চেজিং, শাহরুখের নাচ নিয়ে একেবারে জমজমাট। ছবিটি মুক্তি পাওয়ার কথা ৭ সেপ্টেম্বর।
‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর চলতি বছর শেষে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন শাহরুখ খান। সেই ছবিতে প্রথমবার রাজ কুমার হিরানির সঙ্গে জুটি বাঁধবেন কিং খান। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ‘ডাঙ্কি’।