বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে জাবুল হোসেন তালুকদার নামে এক জেলের জালে একটি কুমির ধরা পড়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কুমিরটিকে জীবিত ও নিরাপদে রাখা হয়েছে।
জেলে জাবুল হোসেন জানান, সকাল ৮ টার দিকে এলাকায় ঘোষেরহাট ভুঁইয়া বাড়ি সংলগ্ন নদীতে তিনি আইর ও পাঙ্গাস মাছ ধরার জাল ফেলেছিলেন। নদী থেকে টেনে তোলার সময় জালটি ভারি মনে হয়। জাল কিছু ওপরে ওঠার পরই জালের মধ্যে কুমির দেখতে পান। পরে কৌশলে কুমিরটি ধরে ডাঙায় তোলেন। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ অন্যদের তিনি বিষয়টি জানান। খবর পেয়ে শত শত উৎসুক মানুষ সেখানে জড়ো হন।
স্থানীয় ইউপি সদস্য মো. রুবেল জানান, জেলের জালে কুমির ধরা পড়ার বিষয়টি তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসিকে জানান। তারা কুমিরটি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী সেটি অক্ষত রেখে দেয়া হয়েছে।
এদিকে নদীতে কুমির ধরা পড়ায় স্থানীয় বাসিন্দা ও জেলেদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, ধরা পড়া কুমিরের ছবি তিনি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদ্নরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। তাদের একটি টিম খুলনা থেকে মুলাদীর উদ্দেশ্যে রওনা হয়েছে।