• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:

সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ জুলাই, ২০২৩

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাকল বিলে সেতুর দুই পাড়ের সংযোগ সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মকিমপুর মাঠে সেতুর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সেতুর নির্মান কাজ শেষ হলেও নতুন করে সংযোগ সড়ক নির্মান না হওয়ায় অকেজো হয়ে আসছে সেতুটি।

মানববন্ধনে বক্তারা বলেন,প্রায় ৪০ বছর আগে সেতুটি নির্মান করা হয়। কিন্তু সেতুটির দুই পাশে নতুন করে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামের মানুষদের ৪ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। এতে নষ্ট হচ্ছে সময়, অর্থ এবং কর্মঘণ্টা। এছাড়া আগে মোকিমপুর, তেলটুপি, রওশনপুর, নওপাড়া,ঝাউপাড়া ও সোনাবাজু গ্রামের মানুষ সড়ক যোগাযোগ ব্যবস্থার বাইরে ছিলেন। এসব গ্রামের মানুষকে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনতে বিলের মাঝে সেতু ও সড়ক নির্মান করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন মকিমপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম বাবু, মাছ ব্যবসায়ী জাকির হোসেন, চাকরিজীবী আবু ফয়সাল সিদ্দিক, সজল ইসলাম, রবিন, জাকারিয়া হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ