বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা মসজিদের অর্থ আত্মসাতকারী মাদরাসাসুপার অহিদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রোববার (২৩ জুলাই) বারইখালী মাদরাসা বাজার প্রাঙ্গণে এলাকার জনসাধারণ ও মুসল্লিদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দ করা ৬ লাখ টাকা আত্মসাতকারী বিএসএস দাখিল মাদরাসার বহুল আলোচিত দুর্নীতিবাজ সুপার অহিদুজ্জামান ও তার সহযোগী তোফাজ্জল হোসেনের বিচারের দাবি জানিয়ে বক্তৃতা করেন বারইখালী-সুতালড়ী বায়তুল্লাহ জামে মসজিদের সভাপতি মোসলেম উদ্দিন মোল্লা, মধ্য জোমাদ্দারপাড়া বায়তুননূর জামে মসজিদের সভাপতি রেজাউল করিম জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাস্টার আবদুল মান্নান হাওলাদর, স্থানীয় মহিলা মেম্বার হাসি বেগম প্রমুখ।
এ ব্যাপারে বিএসএস দাখলি মাদরাসার সুপার অহদিুজ্জামানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, বিএসএস দাখিল মাদরাসার সুপার অহিদুজ্জামান তার মাদরাসা ও পার্শ্ববর্তী ২ মসজিদের নামে বাগেরহাট জেলা পরিষদ থেকে ৬ লাখ টাকা বরাদ্দ করিয়ে কাউকে কিছু না জানিয়ে এবং কোনো উন্নয়ন কাজ না করে জাল জালিয়াতী করে কাল্পনিক প্রকল্প কমিটি দাখিল করে সমুদয় বরাদ্দের অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরবরে লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান মাদরাসা সুপার অহিদুজ্জামান ও শিক্ষক তোফাজ্জেল হোসেনের বিল বন্ধের নির্দেশ দেন। এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডিমক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহকে প্রদান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।