জয়পুরহাটে রিতা আক্তার (৩৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে পৌর শহরের আমতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রিতা আক্তার কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী। তারা জয়পুরহাট শহরের আমতলী এলাকায় একটি ভাড়া বাসার নিচ তলায় থাকেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রিতার স্বামী ঢাকায় চাকরি করতেন। ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে তিনি জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় থাকেন। সকালে তিনি সন্তানদের স্কুলে পাঠান। বিকেলে ছেলে বাড়িতে ফিরে খাটের ওপর মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।