• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

ডায়রিয়া ফল থেকেও হতে পারে, খাওয়ার আগে যেভাবে ধুলে ঝুঁকি কমবে?

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
ছবি : সংগৃহীত

বাজার থেকে মাছ-গোশত কিনে এনে রান্নার আগে সেগুলো ভালো করে ধুয়ে নেন সকলেই। কিন্তু এই একই পদ্ধতি কি ফলের ক্ষেত্রেও মেনে চলেন? অনেকেই ফল কিনে এনে তা প্রথমেই ফ্রিজে ঢুকিয়ে রাখেন। খাওয়ার আগে ধুয়ে নেন। পুষ্টিবিদেদের মতে, এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। সুস্থ থাকতে রোজ একটি করে ফল খাওয়া জরুরি। তবে খাওয়ার আগে সেগুলো ভালো করে না ধুয়ে নিলে ডায়রিয়ার ঝুঁকি থেকে যায়।

বর্ষাকালে তো বটেই, সারা বছর খাওয়াদাওয়ার বিষয়ে সচেতন থাকা জরুরি। স্বাস্থ্যকর খাবার খেলে যেমন সু্স্থ থাকে শরীর, তেমনই কিছু নিয়ম মেনে না চললে স্বাস্থ্যকর খাবার খেয়েও কোনো লাভ হয় না। একই কথা প্রযোজ্য ফল খাওয়ার বিষয়েও। ফলের গায়ে নানা ধরনের ব্যাক্টেরিয়া, জীবাণু লেগে থাকে। ঠিক করে না ধুয়েই ফল খেলে সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে। ফল কিংবা সবজির মাধ্যমেই সবচেয়ে বেশি জীবাণু শরীরে প্রবেশ করে। ফল ধোয়ার কিছু নিয়ম রয়েছে। কিভাবে ফল ধুলে সংক্রমণের ঝুঁকি এড়ানো যাবে?

১) সাবান কিংবা ডিটারজেন্ট দেয়া জলে কখনো ফল ধোবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, একদম পরিষ্কার পানিতে ফলগুলো ভিজিয়ে রাখুন। কল খুলে বেসিনে ফলগুলো রেখে দিন। পানির ধারার নিচে ফল থাকলে ব্যাক্টেরিয়া, জীবাণু ধুয়ে যাবে।

২) নরম কোনো ব্রাশ দিয়ে ফলের গায়ে বুলিয়ে নিতে পারেন। তবে লেবু, পেয়ারা, আপেলের মতো খোসাসহ ফলের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে বেরি, আঙুর, স্ট্রবেরির ক্ষেত্রে এমনি পানিতে ধুয়ে নিলেই হবে।

৩) শুধু ধুয়ে রাখলেই হবে না, ফল মুছে শুকনো করেও রাখতে হবে। ফল ভিজে থাকলে তাতে ব্যাক্টেরিয়া বাসা বাঁধে বেশি। তাই ফল ধুয়ে শুকিয়ে রাখার ক্ষেত্রেও সচেতন থাকা জরুরি।

৪) কিনে আনার পর যদি খাওয়ার পরিকল্পনা না থাকে তাহলে না ধুয়ে রাখাই ভালো। খাওয়ার আগে ধুয়ে নিলেই হবে। ধোয়ার পর বেশি দিন রেখে দিলে ফল পচে যাওয়ার আশঙ্কা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ