• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

দুই উপজেলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাইলেন: শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক শাহাজাদী আলম লিপি উঠান বৈঠক করেছেন।

শাহাজাদী আলম লিপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সারিয়াকান্দি-সোনাতলা এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন, আমি আমার জীবনের সর্বোচ্চ করে দেখাবো। আমি দুই উপজেলার মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই।

বুধবার (২৬ জুলাই) বিকেলে কুতুবপুর ইউনিয়নের পার-ডেবডাঙ্গা শিমুলতলা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য দেন-হাটশেরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এফাজ উদ্দিন, হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান বাবুল, পার-ডেবডাঙ্গা জামে মসজিদ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি রাজ্জাক প্রাং, ঈদগাহ মাঠের সভাপতি বাদশা আকন্দ, সুরুতজ্জামানসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এরপর ডেবডাঙ্গা বাজার এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ