গৃহসজ্জার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সুন্দর বিছানা। আর বিশ্রাম বা ঘুমকে পরিপূর্ণ করতে সাহায্য করে একটি ভালো মানের বেড বা খাট। খাটের মাপ ঘরের আকার অনুযায়ী হলে ঘরের চেহারা বদলে যায়। আর তা যদি হয় বেমানান, তাহলে ঘরের সৌন্দর্য শেষ হয়ে যায় অনেকটা। তাই ঘরের এই গুরুত্বপূর্ণ আসবাবপত্রটি কেনার আগে বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয়। এখন সবাই আর্টিফিশিয়াল বেড কেনার প্রতি বেশি আগ্রহী হচ্ছে। বর্তমানে কম দামের বেড এর মধ্যে আর্টিফিশিয়াল বেড অন্যতম। যে কন ধরনের বেড এখন বিডিস্টল থেকে কিনতে পারবেন সবচেয়ে কম দামে। নিম্নে আর্টিফিশিয়াল বেড কেনার কিছু টিপস দেয়া হলো–
১.বেড কেনার আগে ঘরের আকার পর্যবেক্ষণ করতে হবে। ঘরের আকার অনুযায়ী সঠিক মাপের বেড নির্বাচন করতে হবে। এতে বেডরুমের সৌন্দর্য বজায় থাকবে।
২.এরপর দেখতে হবে কতজনের জন্য বেড নেয়া হচ্ছে। একজনের জন্য হলে সিঙ্গেল বেড নেয়া উচিত। খাটের বিভিন্ন মাপ বিভিন্ন নামে পরিচিত। যেমনঃ সিঙ্গেল খাট ৯২ x ১৮৮ সেন্টিমিটার, লং সিঙ্গেল খাট ৯২ x ২০৩ সেন্টিমিটার, কিং সিঙ্গেল খাট ১০৭ x ২০৩ সেন্টিমিটার, ডাবল খাট ১৩৮ x ১৮৮ সেন্টিমিটার, কুইন খাট ১৫৩ x ২০৩ সেন্টিমিটার, কিং খাট ১৮৩ x ২০৩ সেন্টিমিটার এবং সুপার কিং খাট ২০৩ x ২০৩ সেন্টিমিটার সাইজের হয়ে থাকে। তাই আগে জেনে নিতে হবে লোকসংখ্যা এবং খাটের সাইজের ধরণ কি এ সম্পর্কে।
৩.খাটের উপকরণের উপর নির্ভর করে এর টেকসই হওয়ার নিশ্চয়তা। খাট কেনার আগে জেনে নিতে হবে কি কাঠ, কেমন লেদার ইত্যাদি দিয়ে সেটি তৈরি করা হয়েছে। ভাল মানের কাঠের খাট খুব টেকসই এবং হালকা হয়।
৪.আর্টিফিশিয়াল বেড এর একটি বিশেষত্ব হলো এর ডিজাইন। এখন বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের আর্টিফিশিয়াল বেড পাওয়া যায়। এসব বেড এর রঙ, ডিজাইন, কাঠামো এসব বাড়িয়ে তুলে গৃহের সৌন্দর্য। তাই কোন ডিজাইনটি ঘরের সবকিছুর সাথে মানাবে এ ব্যাপারে আগে থেকেই ডিজাইন নির্বাচন করে নেয়া ভালো।
মেহগনি কাঠ এবং আর্টিফিশিয়াল ফেব্রিক দিয়ে তৈরি এই খাটটি খুবই আরামদায়ক এবং এর ডিজাইনও সব ধরনের ঘরের জন্য মানানসই। মডার্ণ ডিজাইনের আর্টিফিশিয়াল লেদার এবং মেহগনি কাঠের তৈরি আরেক ধরনের বেড। ৫/৭ ফিটের এই বেড এর মধ্যে সর্বোচ্চ তিনজনের জন্য জায়গা রয়েছে। সলিড মেহগনি কাঠের তৈরি বলে এটি খাটকে কাঠের পোকা থেকে রক্ষা করে।
পরিশেষে বলা যায়,
একটি খাটের দাম নির্ভর করে এর কোয়ালিটি, ডিজাইন ও রঙের উপর। আর এখন বাজেটের মধ্যে খুব ভালো আর্টিফিশিয়াল বেড পাওয়া যাচ্ছে, যা আপনার বেডরুমের জন্য মানানসই হবে।