গত কয়েক বছরে বাংলাদেশের সিনেমা পাইরেসি নেই বললেই চলে। নানা কৌশলে অবৈধ এই কাজটি বন্ধ করেছে ঢালিউড। বাংলা সিনেমার সুদিনের সময় হঠাৎ দুঃসংবাদ। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার বেলায় ঘটলো পাইরেসির মতো জঘন্য ঘটনা। যা এখন অনলাইনে দেখা যাচ্ছে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট অনলাইনের বিভিন্ন প্লাটফরমে বিনামূল্যে দেখা যাচ্ছে।
স্বাভাবিকভাবেই পাইরেসির মতো অবৈধ এই কাজটি মন খারাপ নায়িকা তমা মির্জার। তাই বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন এই নায়িকা।
পোস্টে তিনি বলেন, ‘আমাদের সিনেমাটা পাইরেসি করে দিলো, কই সেটা নিয়ে তো কাউকে পোস্ট দিতে দেখলাম না! আচ্ছা, অন্য সিনেমা তো এমন ভয়াবহভাবে পাইরেসি হয়ে সেটা ছড়িয়ে পড়তে দেখলাম না! আমাদের টিম দিন নেই রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রতে আমাদের ছবিটি এতো ভালো ব্যবসা করছে কই সেটা নিয়ে তো পোস্ট দিচ্ছেন না। কলকাতায় কি হচ্ছে না হচ্ছে সঠিক তথ্য না জেনে সেটা নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন?’
তার কথায়, যখন মুক্তির প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা বাংলাদেশি সিনেমা ভালো গেলো সবাই প্রশংসা করা শুরু করলো আর ঠিক তার পরপরই সিনেমাটি পাইরেসি হয়ে গেলো? তখনও চুপ আপনারা কেন? এটা জানেন তো পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে, আর তারপর ভালোভাবেই তা ভাইরাল করে দেয়া হয়েছে। এটা নিয়ে অন্তত কিছু বলেন? নাকি বলা বারণ? আরে ভাই আপনারাই আপন হলেন না আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক? দেশের বাইরে ‘সুড়ঙ্গ’ অনেক ভালো যাচ্ছে, সামনে আরও ভালো যেতো আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি?
সব শেষে তমা মির্জা লিখেছেন, ‘যাই হোক ভাইরা এবার একটু থামেন আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেলো আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরী। কারণ আমাদের সিনেমা আমাদের সম্পদ আমাদের গর্ব।’
‘সুড়ঙ্গ’ সিনেমায় তমা মির্জার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ।