মাত্র ৮ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন মালয়েশিয়ান পেসার সাইজরুল ইদ্রুস। বুধবার কুয়ালালামপুরে টি২০ বিশ্বকাপের এশিয়ার ‘বি’ গ্রুপের বাছাইপর্বে চীনের বিপক্ষে এ কীর্তি গড়েন ৩২ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার। আন্তর্জাতিক টি২০তে এই প্রথম এক ম্যাচে ৭ উইকেট নিতে পারলেন কোনো বোলার। টি২০তে এতদিন এতদিন সর্বোচ্চ ৫ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড ছিল সিয়েরা নাইজেরিয়ার মিডিয়াম পেসার পিটার আহোর। ইদ্রুসের বলে এদিন চীনের ৭ ব্যাটারই বোল্ড হয়েছেন! কোনো হ্যাটট্রিক ছাড়াই ম্যাচে তার বোলিং ফিগার ৪-১-৮-৭! ১১.২ ওভার চীনকে ২৩ রানে গুটিয়ে দিয়ে ম্যাচটি মালয়েশিয়া জিতেছে ৮ উইকেটে (২৪/২, ৪.৫ ওভার)।