• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

একাদশে সুযোগ পাচ্ছে না সাব্বি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
সাব্বির রহমান। ছবি : সংগৃহীত

পর পর তিন ম্যাচেই হার দেখল ঢাকা ক্যাপিটাল। এর ওপর দলটির হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমানকেও দেখা যাচ্ছে না একাদশে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা দেখা গেছে। বিশেষ করে সাব্বির ভক্তরা বিষয়টি নিয়ে বেশ সরব। তবে এবার জানা গেল আসল কারণ। মূলত শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকার একাদশে সুযোগ হচ্ছে না সাব্বিরের। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সজুন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং গ্রাউন্ডে অনুশীলন শেষে কথা বলেছেন সুজন। সাব্বিরকে একাদশে না রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে সে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি। ম্যাচটি খেলানো হয়নি ১ তারিখে অনুশীলনে না আসার জন্য। এটা পুরোপুরি ডিসিপ্লিনারি ইস্যু।

ভক্তদের না জেনে সমালোচনার জবাবও দিলেন তিনি, ‘ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে।

তিন ম্যাচ বসানোর পর এবার সাব্বিরের শাস্তি মওকুফ করতে যাচ্ছে ঢাকা। রংপুর রাইডার্সের বিপক্ষেই তাকে দেখা যাবে আশাবাদ সুজনের, ‘সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সে তার সেরাটা খেলবে। একজন অভিজ্ঞ ক্রিকেটারর অভাব আছে আমাদের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুব ভালো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ