স্বাভাবিকভাবেই দেশের অন্যতম স্থাপনা পদ্মা সেতু। এই সেতু বাংলাদেশিদের জন্য আবেগ ও ভালোবাসার নাম। এই স্থাপনাতে হবে এবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন।
আট দেশ ঘুরে আগামী সপ্তাহেই ঢাকায় আসছে বিশকাপের ট্রফি। বিভিন্ন দেশে প্রদক্ষিণের সময় সাধারণত ওই দেশের উল্লেখযোগ্য স্থাপনার সামনে হয় ট্রফির ফটোসেশন। সে ধারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেছে নিয়েছে পদ্মা সেতুকে।
তিন দিনের সফরে এই ট্রফি কখন, কোথায় যাবে সেই পরিকল্পনা জানিয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি পাঠানো হচ্ছে। এর আগেও আইসিসি এই ধরনের কার্যক্রম করেছে। এটি বিশ্বকাপের আগে আইসিসির একটি ক্যাম্পেইন। আগামী ৭ আগস্ট ট্রফি আসবে বাংলাদেশে, ৯ তারিখে এটিকে নিয়ে যাওয়া হবে।’
এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন, পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।