• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

বিশ্বকাপে ভারতকে উড়িয়ে দিতে পারে পাকিস্তান : ওয়াকার ইউনিস

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

– ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ভারত-পাকিসতান ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে। ১৪ অক্টোবর হাইভোল্টেজ ম্যাচ। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক বোলার ওয়াকার ইউনিস মনে করেন, মেগা টুর্নামেন্টে ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বাবর আজমদের।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত হার মানলেও ৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে কিন্তু হারাতে পারেনি ইমরান খানের দেশ। ওয়াকার ইউনিস নিজে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকে ওয়াকার বলছেন, ‘দুটি দল যত একে অপরের বিরুদ্ধে কম খেলবে, মাঠে নামলে চাপ বেড়ে যাবে তিনগুণ।’

 

ওয়াকারের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের চাপ এখন অনেকটাই বেড়ে গেছে। কারণ অতীতে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা এখনকার থেকে বেশি হতো। বেশি ম্যাচ খেলা হলে চাপ কমে যায় অনেকটাই। তবে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার জিতে গেছে ভারতীয় দল। অন্য টুর্নামেন্টে পাক দল জিতলেও বিশ্বকাপে অন্য দৃশ্য দেখা যেত। ওয়াকারের স্বীকারোক্তি, ‘আমাদের সময়ে দুই দেশের মধ্যে বেশি খেলা হলেও বিশ্বকাপে আমরা চোক করে যেতাম।’

 

বাবর আজমের দলকে নিয়ে আশাপ্রকাশ করছেন ওয়াকার। বর্তমান এই দলটার ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বলে মনে করেন সাবেত পাকিস্তানি পেসার। তিনি বলেন, ‘এখনকার ক্রিকেটাররা বেশ ভালোই চাপ সামলাতে পারে। ভারতকে হারানোর ক্ষমতা ধরে পাকিস্তান।’

 

বাবর আজমের পাকিস্তান দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যারা ব্যক্তিগত দক্ষতায় ম্যাচ জেতার ক্ষমতা রাখেন। ওয়াকার বলছেন, ‘আমাদের দলে ম্যাচ উইনার রয়েছে। বাবর আজম, শাহিন আফ্রিদি, ফকর জামানের মতো ক্রিকেটার ম্যাচের রং বদলে দিতে পারে। ইমামও বেশ ভালো সব ইনিংস খেলছে।’

সূত্র : সংবাদ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ