বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে আমদানিসহ ডিমের বাজার নিয়ন্ত্রণে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য সবার আগে ঠিক করে দিতে হবে ঠিক কত হওয়া উচিত ডিমের বাজার মূল্য।
আজ রবিবার (১৩ আগস্ট) সকালে উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে আগস্ট মাসের টিসিবির সাশ্রয়ীমূল্যে বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি। এ সময় ডিমের বাজার প্রসঙ্গে মন্ত্রীর সাফ কথা, দাম নির্ধারণ করে দিয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এমনকি তারা সুপারিশ করলে নেওয়া হবে আমদানির উদ্যোগ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, ডিমের যৌক্তিক বাজার মূল্য কত উচিত তা কখনই জানায় না প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সপ্তাহখানেক ধরে অস্থির ডিমের বাজার। সপ্তাহ ব্যবধানে এক ডজন ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা বেড়ে ঠেকেছে ১৬৫ টাকায়। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।