• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

দুই ওপেনারের তাণ্ডবে দাপুটে জয়ে সমতায় ভারত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

লক্ষ্য ১৭৯ রানের। টি-টোয়েন্টিতে মোটেই সহজ নয়। কিন্তু এমন লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়লেন ভারতীয় দুই ওপেনার জসশ্বী জাসওয়েল আর শুভমান গিল। পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার রাতে লডারহিলে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের ৯ উইকেট আর ১৮ বল হাতে রেখে উড়িয়ে দিয়েছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়িয়ে ফিরিয়েছে ২-২ সমতা।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ২৯ বলে ৪৫ করেন। তারপরও ১২৩ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা। সেখান থেকে সিমরন হেটমায়ার ৩৯ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস।

ভারতের অর্শদীপ সিং ৩৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।

জবাবে জাসওয়েল আর গিলের ১৬৫ রানের জুটিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি ভারতীয়দের। ৪৭ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৭৭ করে আউট হন গিল। তবে জাসওয়েল ৫১ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হন তিনিই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ