• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:

আলোচিত প্রকৌশলী কোহিনুর আলমকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

পানি উন্নয়ন বোর্ডের বহুল আলোচিত-সমালোচিত প্রকৌশলী কোহিনুর আলমকে পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসদাচরণ ও দুর্নীতি অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাউবো কর্তৃপক্ষ কোহিনুর আলমকে পাবনা সার্কেল থেকে সরিয়ে ঢাকায় নদী ব্যবস্থাপনা বিভাগে বদলি করেছেন।

গত ৮ আগস্ট কোহিনুর আলমকে অবমুক্ত ঘোষণার পর তিনি বাধ্য হয়ে পাবনা তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব ছেড়ে দেন। কোহিনুর আলমকে প্রত্যাহার করায় পাউবোর পাবনা সার্কেলের কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি ফিরেছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলমকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। পাউবোর প্রশাসন বিভাগের উপপরিচালক সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়— কোহিনুর আলমকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় প্রধান কার্যালয়ের রিভার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হলো। জনস্বার্থে এই বদলি বলে উল্লেখ করা হয়। বগুড়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল হককে পাবনা সার্কেলের দায়িত্বভার অর্পণ করা হয়েছে।

জানা গেছে, কোহিনুর আলম চাকরিজীবনে চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া পাউবোতে উপবিভাগীয় প্রকৌশলী থাকাকালে নানা বিশৃঙ্খলা করেন দাপ্তরিক কাজে। এ কারণে প্রতিটি কর্মস্থল থেকে তাকে মেয়াদ পূর্তির আগেই প্রত্যাহার হতে হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রকৌশলী কোহিনুর আলম জানান, চাকরিতে বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ