• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

কংগ্রেসম্যানরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেননি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

মার্কিন কংগ্রেসম্যানদের কেউ তত্ত্বাবধায়ক সরকার বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সেতুভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে সেখানে মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি তারা। নো কেয়ারটেকার গভর্নমেন্ট, নো প্রাইম মিনিস্টার রেজিগনেশন।’

‘আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ, আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ’ এমন মন্তব্য করে বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব দিবাস্বপ্ন দেখছেন, এ দিবাস্বপ্নে কিছু হবে না। এর আগেও বিএনপি ১০ ডিসেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে বলেছিল এবং ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবাস্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।’

তিনি বলেন, ‘সরকার পতনের দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আগামী জাতীয় নির্বাচন হবে অংশগ্রহণমূলক। অনেক দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছে। বিরোধী দল বলতে তো শুধু বিএনপি নয়। হাওয়া থেকে পাওয়া এ রকম অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। দিবাস্বপ্ন দিবাস্বপ্নই।

সমঝোতার প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নো কেয়ারটেকার, নো পিএম রেজিগনেশন, নো ডিসসলুশন অব পার্লামেন্ট। সাংবিধানিক এসব ব্যাপারে পরিবর্তনের সুযোগ নেই। যারা বিদেশ থেকে আসছেন পরামর্শ দিতে কোনো বিদেশি বন্ধু, কংগ্রেসম্যান তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদের বিলুপ্তি নিয়ে কথা বলেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ