যথাযথ মর্যাদার স্বাধীনতার ৭৭ তম বর্ষপূর্তি পালন করেছে ভারত। মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে দিল্লির লালকেল্লায় পৌঁছে যান দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে রাজঘাটে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সেখান থেকে আসেন লালকেল্লায়।
সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এরপরই লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার অনুষ্ঠানে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ করা হয়। সেই সাথে বেজে ওঠে দেশটির জাতীয় সংগীত। স্বাধীনতা দিবস উপলক্ষে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল লালকেল্লা সহ দিল্লির গুরুত্বপূর্ণ জায়গা গুলি।
আগামী বছর দেশটিতে লোকসভা নির্বাচন, তার আগে দশম বার এবং প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদে শেষবার লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই ভাষণ থেকেই ইঙ্গিত দিলেন আসন্ন সাধারণ নির্বাচনে তার দল বিজেপিই ফের ক্ষমতায় আসছে। মোদি বলেন ‘আগামী বছর ১৫ আগস্ট এই লালকেল্লা থেকেই কোনো কোনো ক্ষেত্রে দেশ সফলতার মুখ দেখেছে তার তালিকা আপনাদের সামনে তুলে ধরব এবং আমি আরও আত্মবিশ্বাসের সাথে আপনার শক্তি, আপনার সংকল্প এবং আপনার সাফল্যের গান গাইব।’
মণিপুরে নারীদের উপর সহিংসতা ও নৃশংসতার ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা দেশ মণিপুরের জনগণের সঙ্গে আছে। গত কয়েকদিন ধরে মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রের জনগণের কল্যাণে কাজ করে যাবে। আমার আশা শান্তির মধ্যে দিয়েই মণিপুরে একটি সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।’
দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ২৪ আকবর রোডে স্বাধীনতার ৭৭ তম দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলনের অংশ নেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দলের সিনিয়র নেতা মীরা কুমার, সালমান খুরশিদ, অম্বিকা সোনি, প্রমূখ।
কলকাতার রেড রোডেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সরকারি সংস্থার তরফে সুসজ্জিত ট্যাবলোর প্রদর্শন করা হয়।
ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তেও ছিল সৌহার্দ্যের ছবি। পেট্রাপোল, ফুলবাড়ি, হিলি সহ স্থলবন্দর গুলিতে অবস্থিত বিএসএফের সীমা চৌকিতে স্বাধীনতা দিবস পালনের পর বিজেপির হাতে মিষ্টি তুলে দেয় বিএসএফ জওয়ানরা।
এদিকে ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা এসেছে বিদেশ থেকেও। শুভেচ্ছা বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোঃ সোলিই ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।