• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

শোক দিবস উপলক্ষে দুস্থ-অসহায়দের খাবার দিলো আ.লীগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে দুস্থ-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৫ আগস্ট) আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে শাহবাগ, রমনা কালী মন্দির, মালিবাগ, গুলবাগ, শাজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দেলোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন-পালন করে প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনও অনেক খুনি বিদেশে পালিয়ে আছে, তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, পলাশী মোড়, বাংলামোটর, হাতিরপুল এলাকায় দুস্থ, অসহায়, শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। শাহবাগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দোয়া এবং ৫ হাজার দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা।

দুস্থ-অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগ, আওয়ামী ওলামা লীগসহ ঢাকা দক্ষিণের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। এ ছাড়া রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগসহ দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে দুস্থ, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ