• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচি: আমির খসরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
মিলাদ মাহফিলে আমির খসরুসহ অন্যরা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যদি অনতিবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাহলে দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। প্রয়োজনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আরও কঠোর কর্মসূচি আসতে পারে।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে আমির খসরু এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনায় এ মাহফিল করা হয়।

আমির খসরু বলেন, ‘উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে এর দায়ভার বহন করতে হবে। তারা খালেদা জিয়াকে চিকিৎসা করাতে দেবে না। চিকিৎসকদের বারবার বলা সত্ত্বেও তারা সুযোগ দিচ্ছে না। যারা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে দিয়েছে, তার চিকিৎসা থেকে বঞ্চিত করছে। আগামীতে প্রত্যেককে এই দায় নিতে হবে।’

বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।’

এ সময় আরও ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ