বগুড়া সদরে মৃত হাতিকে সড়কে ফেলে রেখে পালিয়েছে মাহুত। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের শোলাগাড়ী মোড়ে হাতির মরদেহটি পাওয়া যায়।
পুলিশ জানান, স্ত্রী প্রজাতির হাতিটি বান্দরবান এলাকার আজগর নামে এক ব্যক্তির। তার বয়স আনুমানিক ৮০ বছর। বগুড়ার সদরের নামুজা এলাকার এনামুল হক নামে এক ব্যক্তি হাতিটির মাহুত হিসেবে কাজ করতেন। বগুড়াসহ বিভিন্ন জেলায় সার্কাস, বিভিন্ন অনুষ্ঠানের কাজে ব্যবহারসহ এলাকা ঘুরে দোকান, যানবাহন ও মানুষের কাছে হাতির সাহায্যে টাকা তুলতেন ঐ মাহুত।
নামুজা বগারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হোসেন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃত হাতিকে দেখতে পেয়ে পুলিশ ও বন বিভাগকে খবর দেন। রাতে কোন এক সময় হাতি ট্রাকে নিয়ে এসে রাস্তায় ফেলে রেখে যায়।
বগুড়া সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান জানান, হাতির বয়স অনেক ছিল। ধারণা করা হচ্ছে অসুস্থ হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল বন বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।