ফরাসি ক্লাব পিএসজিকে বিদায় বলে সৌদি আবরের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সেরে প্যারিসে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সতীর্থদের কাছ থেকে বিদায় এখন তিনি নতুন ঠিকানায় অবস্থান করছেন। পিএসজিও নেইমার পরবর্তী অধ্যায় শুরুর অপেক্ষা।
নেইমার-পিএসজি বিচ্ছেদ হলেও অনেক স্মৃতিই তো রয়ে যাবে! ৬ মৌসুম লিগ ওয়ানডের দলটিতে খেলেছেন এই উইঙ্গার। ৩১ বছর বয়সী তারকা এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ, গোল করেছেন ১১৮টি।
পিএসজির হয়ে নেইমারের সেই গোলগুলোর সংকলন নিয়ে এই ভিডিও-