• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা ।

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা ।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও উন্নত চিকিৎসার ডাকা পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকেল ৩ টায় এ যাত্রা শুরু হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা করছে দলটি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে নয়া পল্টনে। এসময় খালেদা জিয়ার মুক্তির নানা স্লোগান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

এ পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ