• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

এবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এবার গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতারের পর তার দল তেহরিক ই ইসসাফ-পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এই নেতা।

গোপন নথি ফাঁসের মামলায় শনিবার (১৯ আগস্ট) কুরেশিকে ইসলামাবাদের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি- এফআইএ। এর আগে দলের মধ্যকার বিভক্তি অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন পিটিআইয়ের এই জ্যেষ্ঠ নেতা। সেখানে অবিলম্বে নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানান তিনি। এ সংবাদ সম্মেলন থেকে নিজ বাসভবনে ফেরার পরই গ্রেফতার করা হয় কুরেশিকে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।

কেবল কুরেশি নয়, অনাস্থা ভোটে হার এড়াতে যুক্তরাষ্ট্র সম্পর্কিত গোপন তথ্য ব্যবহারের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ দলের আরও কয়েক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে। কুরেশিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে তার দল পিটিআই।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগের সরকারের ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে বিবৃতিতে অভিযোগ করেছে দলটি। সূত্র: ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ