• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া, জবাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তদারকিতে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
সামনে থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো দেখছেন কিম, ছবি: কেসিএনএ

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের তত্ত্বাবধনে একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটির প্রশাসন। পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরুর প্রতিবাদে এই পরীক্ষা। ওয়াশিংটন-সিউলের সামরিক মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম প্রশাসন।

উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (সোমবার) জানিয়েছে, কিম পূর্ব উপকূলে একটি নৌ বাহিনীর ইউনিট পরিদর্শনের সময় ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। একটি জাহাজে কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন তিনি। আরেকটি ছবিতে দেখা গেছে, জেটিতে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিম জং।

জাহাজে কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে কিম, ছবি: কেসিএনএ

তবে কবে ও কখন কিম এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা দেখেছেন তা উল্লেখ করেনি কেসিএনএ। উত্তর কোরিয়ার জাহাজের যুদ্ধের সক্ষমতা এবং এর ক্ষেপণাস্ত্র যাচাই করতে পরীক্ষা চালানো হয়। কোনও ত্রুটি ছাড়া দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি।

একই সময় দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘আলচি ফ্রিডম শিল্ড’ মহড়া। যেখানে দুই দেশের কয়েক হাজার সেনা অংশ নিয়েছে। যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এর নিন্দা জানিয়ে সতর্ক করেছে পিয়ংইয়ং।

সিউলের আইনপ্রণেতারা গত সপ্তাহে সতর্ক করেছিলেন, উ. কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অথবা অন্যকোনও সামরিক মহড়া চালাতে পারে। এই বছর দেশটি রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এতে কোরীয় উপকূলে উত্তেজনা আরও বেড়েছে। সূত্র: আল জাজিরা

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ