দীর্ঘদিন পর সমর্থকদের নিয়ে রাজধানীতে শোডাউন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
২১ আগস্টের গ্রেনেড হামলা উপলক্ষে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সমর্থকদের নিয়ে মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হন সম্রাট। এ সময় সম্রাট সমর্থকদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গাড়ির বহর নিয়ে চলে যাওয়ার পর সম্রাটকে হাতে হ্যান্ডমাইক নিয়ে কয়েক মিনিট ম্লোগান দিতেও দেখা গেছে।
দীর্ঘদিন নীরব থাকার পর সম্রাট আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে যোগ দিলেন। এর আগে গত বছরের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ যোগ দিয়েছিলেন তিনি।
দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয় সম্রাটকে। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ।