• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

প্রার্থনা চলাকালীন দিল্লির চার্চে হামলা হিন্দুত্ববাদীদের! গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ভারতের বিভিন্ন প্রান্তে ধর্মীয় বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে। এবার তার প্রভাব পড়ল খোদ রাজধানী দিল্লিতে। রবিবার প্রার্থনা চলাকালীন একটি চার্চে হিন্দুত্ববাদীদের হামলার ঘটনা প্রকাশ্যে এল মঙ্গলবার। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা আচমকা চার্চের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। তাদের বাধা দিলে উত্তেজনা চরমে ওঠে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলায় জড়িত হিন্দুত্ববাদী সংগঠনগুলির অভিযোগ, উত্তর-পূর্ব দিল্লির তাহিরপুরের সিয়ন চার্চে প্রার্থনার আড়ালে হিন্দু ধর্মের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়। অন্যদিকে চার্চের সদস্যদের একজনের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, ভাঙচুর করা আসবাব, প্রার্থনা কক্ষের মেঝেতে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে বেশ কিছু বাদ্যযন্ত্র। আক্রান্তরা জানিয়েছেন, হামলাকারীরা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্য।

স্থানীয় জিটিবি এনক্লেভ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চার্চ কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়, হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য স্লোগান দিতে দিতে চার্চের ভেতরে ঢোকে। এর পর প্রার্থনা কক্ষের ভিতরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায়। তছনছ করে দেয় ঘরের আসবাবপত্র। ঘটনার একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।

পুলিশ চার্চের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। পালটা হিন্দুত্ববাদী সংগঠনগুলিও চার্চের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছে। উত্তেজনার কারণে চার্চে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ