• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

নাশকতার মামলায় জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

এদিন কারাগারে থাকা আসামি জামায়াত আমির ডা, শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠন করা হয়।

এদিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। আদালত তাদের আর্জি নাকচ করে দেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালে মতিঝিলে জামায়াতের মিছিল থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান সুমন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোডে দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। তখন নেতাকর্মীরা মিলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

এ ঘটনায় পুলিশের এসআই মিজানুর রহমান সুমন বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত করে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ