বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজে দলটির প্রধান কোচ গ্যারি স্টেডকে বিশ্রামে রাখা হবে।
তার স্থলাভিষিক্ত হবেন ব্যাটিং কোচ লুক রনকি।
বাংলাদেশের আগে ইংল্যান্ড সফরে যাবে কিউইরা। এই সময়ে আবার বিশ্রামে থাকবেন রনকি। তখন দলটির ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন সাবেক ইংলিশ ব্যাটার ইয়ান বেল। কোচদের এমন বিশ্রামের কারণ ওয়ানডে বিশ্বকাপ। আসরটিকে সামনে রেখে আরও কিছু রদবদল আনছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের জন্য গঠন করা কিউইদের কোচিং প্যানেলে যুক্ত হবেন স্টিভেন ফ্লেমিং। ভারতের কন্ডিশনে তার কোচিং অভিজ্ঞতা থাকায় বলা যায় বিশ্বকাপে ভালোই সুবিধা পাবে তারা। আইপিএলের ইতিহাসে সফলতম এই কোচ চেন্নাই সুপার কিংসকে এনে দিয়েছেন ৫টি শিরোপা। সেই অভিজ্ঞতায় কাজে লাগাবে নিউজিল্যান্ড।
আইপিএলে অভিজ্ঞতা আছে এমন আরও এক কোচ জেমস ফস্টারও যুক্ত হবেন কিউইদের কোচিং প্যানেলে। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে ও ভারতে বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। এছাড়া ইংল্যান্ড সফরে দলটির সহকারী কোচ হিসেবে যুক্ত হবেন ইয়ান বেল। বিশ্বকাপে অবশ্য থাকবেন না তিনি।