• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বিশ্বকাপের কথা ভেবেই মাহমুদউল্লাহদের নিয়ে অনুশীলন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
ফাইল ছবি

এশিয়া কাপ সামনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের প্রস্তুতিমূলত ক্যাম্প। এখান থেকেই নেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা আরও ৮ ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে এই ক্যাম্পে। এর কারণ, মূল স্কোয়াডের কারও কোনো সমস্যা হলে যেন অতিরিক্ত ক্রিকেটাররা সেই জায়গা পূরণ করতে পারেন।

ক্রিকেটারদের অনুশীলন সম্পর্কে আজ বুধবার গণমাধ্যমে কোচ সোহেল ইসলাম জানান, ‘আপনারা জানেন যে মূল স্কোয়াড চলে যাচ্ছে। সম্ভাব্য যারা দলে মধ্যে ঢুকবে (ঢুকতে পারে) তাদের আলাদা করে যত্ন নেওয়া হচ্ছে, সেজন্যই এই ট্রেনিংটা। এখানে স্ট্যান্ডবাই যারা আছে তারাও আছে এবং (অন্য) কিছু খেলোয়াড় আছে সব মিলিয়েই একটা স্কোয়াড করা হয়েছে। এ অনুশীলনটা এভাবে সাজানো হয়েছে, যেন জাতীয় দলের যে ইনটেনসিটি থাকে, ভলিউম থাকে, সেভাবেই যেন অনুশীলন করে তারা তৈরি থাকে। ডাক পেলে যেন জাতীয় দলে গিয়ে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে।’

এদিকে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে অনুশীলন ক্যাম্পে আছেন মাহমুদউলাহ রিয়াদ। তবে তার মা অসুস্থ থাকায় গতকাল পর্যন্ত অনুশীলনে থাকতে পারেননি তিনি। তবে আজ আবারও অনুশীলনে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার। সোহেল বলেন, ‘রিয়াদের আম্মু অসুস্থ ছিল তাই আজকেই যোগ দিয়েছে। যেভাবে নির্দেশনা দেওয়া আছে উপর থেকে যে আসলে কীভাবে প্র্যাকটিস করবে কার কীভাবে ভূমিকা থাকবে…ওভাবে রিয়াদের সাথে কথা বলে প্র্যাকটিস সাজানো হচ্ছে।’

‘আমারতো মনে হচ্ছে ভালো শেইপে আছে। আর এই প্রস্তুতি ক্যাম্পটা তো লম্বা সময়ের। আশা করি আরও ৩-৪ টা সেশন করলে ছন্দে ফিরে আসবে।’-আরও যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ