• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ থেকে ভারতে ১০টি সোনার বিস্কুট পাচারের চেষ্টা, আটক ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতে ১০টি স্বর্ণের বিস্কুট পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দক্ষিণবঙ্গ সীমান্তের ৮৬ ব্যাটালিয়নের বৈজনাথপুরের বিএসএফের জওয়ানরা। পাচারের সময় বিএসএফ একজনকে আটক করেছে। জব্দ সোনার বিস্কুটগুলোর ওজন ১১ লাখ ৬৪ হাজার ৪৭৫ গ্ৰাম। বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ ৬ হাজার ৯৬৭ রুপি।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএসএফের গোয়েন্দা শাখা বৈজনাথপুর সীমান্ত চৌকির কোম্পানি কামান্ডারকে জানায় যে, চোরাকারবারি সীমান্ত চৌকি বৈজনাথপুরের এলাকা থেকে সোনা পাচার করতে পারে।

সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সাথে সাথে কোম্পানি কমান্ডার বিএসএফ জওয়ানদের সতর্ক করেন এবং কুইক রিঅ্যাকশন টিম (কিউআরটি) গঠন করেন।

বৈজনাথপুরের সুনির্দিষ্ট এলাকায় বিএসএফের জওয়ানরা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। বিএসএফ জওয়ানরা দেখলেন, বাংলাদেশের দিক থেকে চোরাকারবারিরা আন্তর্জাতিক ব্যারিকেডের ওপর দিয়ে দুটি প্যাকেট ফেললেন। তা দেখে জওয়ানরা তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে দৌড়ে পাচারকারীদের চ্যালেঞ্জ করেন।

বিএসএফের জওয়াদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারিরা বাংলাদেশের দিকে ছুটে যায়। ঠিক সেই সময় ভারত থেকে এক চোরাকারবারি ওই ফেলে দেওয়া প্যাকেট তুলতে আসে। ঘটনাস্থলেই পাচারকারীকে ধরে ফেলে বিএসএফের জওয়ানরা।

ঘটনাস্থলের আশপাশের পুরো এলাকা তল্লাশি চালিয়ে দুটি প্যাকেট উদ্ধার করে বিএসএফ। প্যাকেট দুটি খোলার পর সেখান থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

গ্রেফতার চোরাকারবারির নাম রায়েল মন্ডল, বয়স ২৫ বছর। তার বাবার নাম আব্দুল মন্ডল। তিনি নদীয়া জেলার বৈজনাথপুর গ্ৰামের পিএস মারুটিয়ার বাসিন্দা।

বিএসএফের জিজ্ঞাসাবাদে রায়েল মন্ডল জানান, এই সোনার বিস্কুটগুলো পেয়েছে সিরাজ শেখের কাছ থেকে। তার বাবা আইনরুল শেখ। তারা বাংলাদেশের মেহেরপুর জেলার সোরতলার বাসিন্দা। এই বিস্কুটগুলো রায়েল মন্ডলের তারই গ্রামের বাসিন্দা উত্তম মন্ডলের বাবা চাঁদ মণ্ডলের কাছে তুলে দেওয়ার কথা ছিল। জব্দ সোনার বিস্কুটগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমপুরের কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন দক্ষিণবঙ্গের বিএসএফের ডিআইজি এ কে আর্য। তিনি বলেন, সোনা চোরাচালানকারীরা বারবার এভাবে পাচারের চেষ্টা করছে কিন্তু বিএসএফ তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ