দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন চলাকালে কথা হয় চীনের প্রেসিডেন্ট শি চিন পিং আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে এ আলাপ নিয়ে এখন শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন।
দুই রাষ্ট্রপ্রধানের কথা বলা নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বোঝার উপায় নাই কে আগ বাড়িয়ে কথা বলেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শি ও মেদির বৈঠকের পর জানায়, ভারতের পক্ষ থেকে কথা বলার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট মোদির সঙ্গে কথা বলেন।
এ বিবৃতির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, চীনের দীর্ঘদিনের দাবি ছিল শি চিন পিংয়ের সঙ্গে মোদি যেন কথা বলেন। তার প্রেক্ষিতে মোদি চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার দেখা যায়, মঞ্চের দিকে এগিয়ে আসার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলছেন চিনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে।
পরে ভারতের পররাষ্ট্রসচিব জানান, চিনের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে শির কাছে আবেদন করেন মোদী।