• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে’

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কোনো লবিংয়ে কাজ হবে না। তাদের বিদায় নিতেই হবে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে আগামী শনিবার (২৬ আগস্ট) কালো পতাকা মিছিল ও ১ সেপ্টেম্বর দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকারপ্রধানসহ তাদের মুখ শুকিয়ে গেছে। তারা বুঝে গেছে, যুক্তরাষ্ট্র ভিসানীতি করেছে ও বলেছে, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেছে, যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে তাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা হবে।

সভায় আরও বক্তব্য দেন- বিএনপি নেতা স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, কে এম হুমায়ূন কবীর (ভিপি হুমায়ুন), হাফজিুর রহমান, আবু মো. মুরশদি কামাল, কাজী মজিানুর রহমান, মোল্লা ফরদি আহমদে, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শখে ইমাম হোসনে, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুর রাজ্জাক, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, অ্যাডভোকেট মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, জহর মীর, আহসান উল্লাহ বুলবুল, গাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, মাসুদ খান বাদল, শেখ জাহাঙ্গীর হোসেন, মো. শাহ জালাল, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, আব্দুল ওহাব, মাহাবুব উল্লাহ শামীম প্রমুখ।

সভায় আগামী শনিবারের কালো পতাকা মিছিল সফল করার লক্ষ্যে খুলনাবাসীসহ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভা থেকে শনিবার বিকেল ৩টায় দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে রয়েল চত্বরে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভা থেকে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ