ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ভৈরবে লাইনচ্যুত হয়েছে। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
ভৈরবের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, ট্রেনটি ঢাকা থেকে ভৈরব জংশন স্টেশনে থামার পর সকাল পৌনে ১০টার দিকে ইঞ্জিন খুলে কিশোরগঞ্জের দিকে ঘোরানোর সময় লাইনচ্যুত হয়। এতে ট্রেনের বগি বা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আসছে। সেটি এলে ট্রেনটি আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করা হবে।
তিনি জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও উভয় দিকে সকল লাইন খোলা আছে। অন্য ট্রেনগুলোর চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
এদিকে কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, ট্রেনটি কিশোরগঞ্জে আসার পর ১২টা ৫০ মিনিটে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় যাত্রা বিলম্বিত হবে।