মুক্তি পেয়েছে ‘এমআর-৯’ । কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে পর্দায় দেখা গেছে। চরিত্রটিতে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়া কাজ করেছেন বিদেশি শিল্পীরা। সুমন জানালেন, ‘মাসুদ রানা’কে দক্ষিণ এশিয়ার ‘বন্ড’ ভাবছেন তারা।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, “ভারত থেকে সাক্ষী প্রধান, অমি ভিদ্দিয়া, হলিউডের ফ্র্যাঙ্ক গ্রিলো, নিকো ফস্টার, মাইকেল জাই হোয়াইটসহ বেশ কয়েকজন অভিনয় করেছেন। বিশেষ করে হলিউডের শিল্পীরা জানতেন চরিত্রটি সম্পর্কে। তাদের ‘জেমস বন্ড’ আছে। আর ‘মাসুদ রানা’কে দক্ষিণ এশিয়ার ‘বন্ড’ চরিত্র মনে করেছেন তারা।তাদের ভালো লেগেছে, জেমস বন্ডের মতো একটি স্টোরি পাচ্ছেন দক্ষিণ এশিয়া থেকে।” মাসুদ রানা জেমস বন্ড সিনেমা হলিউড এবিএম সুমন ঢালিউড
তবে সিনেমাটির প্রচার নিয়ে আক্ষেপ আছে সুমনের। তিনি বলেন, ‘মুক্তির খুব কাছাকাছি সময়ে এসে প্রচার শুরু করেছি আমরা। আরও আগে থেকে প্রচারটা দরকার ছিল। ছবিটি নিয়ে সাড়া পড়ে যাওয়ার যে ব্যাপার, সেটি হয়নি। মনে হচ্ছে, আস্তে আস্তে সেটা হবে। আমাদের আরেকটি ধারণা ছিল, যেহেতু এটি মানুষের কাছের চরিত্র, ছবিটি দেখে মানুষের মুখ থেকে মুখে ছড়াবে। এরই মধ্যে সেটা শুরু হয়ে গেছে।’ মাসুদ রানা জেমস বন্ড সিনেমা হলিউড এবিএম সুমন ঢালিউড
ছবিতে মাসুদ রানা রূপী এবিএম সুমনের বিপরীতে আছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। অন্যান্য চরিত্রে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি। আসিফ আকবরের নির্মিত এ ছবিটিতে হলিউডের অভিনেতারাও আছেন। তাদের মধ্যে মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন।