রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতীয় পার্টি, বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলওয়ের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার এসেই রেলের উন্নয়ন করে। পদ্মাসেতু দিয়ে রেল চলাচলের কারণে উত্তরের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হয়েছে। পদ্মা সেতুর পাশে আরেকটি ব্রডগেজ লাইন নির্মাণ হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এই লাইনের কাজ সম্পন্ন হবে।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধার বোনারপাড়া রেল স্টেশনে রামসাগর ট্রেন পুনরায় চালু করতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে অনেক উন্নয়ন করেছে। ২০৩০ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরে জনগণের মুখে হাসি ফুটিয়েছেন।
মন্ত্রী বলেন, নদী ভাঙনের কারণে এ অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক কৃষি পদ্ধতির চালুর মাধ্যমে এ এলাকার উন্নয়ন তরান্বিত করেছেন। যাদের ঘরবাড়ি নেই, তাদেরকে ঘরবাড়ি করে দিয়েছেন।
রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে সড়ক বিভাগ থেকে রেল বিভাগকে পৃথক করেছেন। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হলে সরকারকে সময় দিতে হবে। কারণ নির্বাচনের আর মাত্র চারমাস বাকি। নির্বাচনে যদি আমাদেরকে ভোট না দেন, এসব কাজ করার সুযোগ না দেন, তাহলে কি এসব কাজ আমরা করতে পারব? এজন্য শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনতে হবে। আপনারা নৌকার পাশে থাকবেন, শেখ হাসিনার পাশে থাকবেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে আসতে চায় না। তারা জনগণকে ভয় পায়। কিন্তু আওয়ামী লীগ একদিনের দল নয়; তারা জনগণের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা নিয়ে রাজনীতি করে।
আলোচনা শেষে উদ্বোধনী ট্রেনেই রেলমন্ত্রী বোনারপাড়া থেকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে যান। সেখানে প্রথমে স্টেশনের আধুনিকায়নের কাজের উদ্বোধন করেন।