এশিয়া কাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাট করা বাংলাদেশ শুরুতেই ৩ উইকেট হারিয়েছে। তানজিদ হাসান তামিমের পর আরেক ওপেনার মোহাম্মদ নাঈম বিদায় নিলেন। ২৩ বলে ১৬ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন নাঈম। দলীয় ৩৬ রানে বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসানও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার ৩ বল শেষে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে বাংলাদেশ।
এর আগে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম দলীয় দ্বিতীয় ওভারে ব্যক্তিগত শূন্য রানে মহেশ থিকশানার বলে এলবি হন।
আজ বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেলেতে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। লিটন দাসের ইনজুরিতে তিনি দলে ডাক পেয়েছিলেন।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।