• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন।

ভারতে হতে যাওয়া বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। তবে নিয়মিত অনেক তারকাকেই এই সিরিজে খেলাবে না তারা। সাকিব আল হাসানদের বিপক্ষে সিরিজের জন্য দ্বিতীয় সারির দল তৈরি করেছে কিউইরা।

শরিবার ভোরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চোটের কারণে অনেকদিন ধরেই দলে নেই নিউজিল্যান্ডের নিয়মিত ওয়ানডে অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলে দলকে সামলানো টম ল্যাথামও বাংলাদেশ সফরে আসবেন না। এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার ভার পড়েছে পেসার লকি ফার্গুসনের উপর। এবারই প্রথম জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।

বিশ্বকাপ সামনে রেখে ল্যাথামকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইভাবে সিনিয়রদের মধ্যে বিশ্রাম পেয়েছেন ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদিও। পারিবারিক কারণে সফরে বিবেচিত হননি মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম।

পেস আক্রমণে ফার্গুসনের সঙ্গে থাকবেন ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও অ্যাডাম মিলনে। স্পিন বোলিং অপশনে থাকবেন ইশ সোধি, রাচিন রবীন্দ্র ও কোল ম্যাককঞ্চি। ওয়ানডে দলে নতুন ডাক পাওয়া ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক করেছেন তিনি।

আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ