এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে গত ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে সাকিব আল হাসান অ্যান্ড কোং। প্রাথমিক পর্বে আর মাত্র একটা ম্যাচ খেলতে পারবে লাল সবুজের দল।
দল প্রথম ম্যাচে হেরেছে। তাই তাসকিনের চোখে মুখে বিমর্ষতার ছাপ
প্রাথমিক পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামীকাল দুপুর ৩টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে খেলবে চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সে ম্যাচটি খেলতে ইতোমধ্যে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল।
শুক্রবার বিকেলে চার্টার্ড ফ্লাইটে কলম্বো থেকে পাকিস্তানের পথ ধরে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচের শহর লাহোর বিমানবন্দরে অবতরণ করে সাকিব, তাসকিন, মিরাজদের বহনকারী বিমানটি। বিমানবন্দরে বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
আগামীকাল ম্যাচ হওয়ায় লাহোর গিয়ে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলে অনুশীলন করতে নামবে পুরো দল। এরপর বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে একজন সংবাদ সম্মেলনে হাজির হবেন।
প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হারায় হাসমতউল্লাহ শাহিদিদের বিপক্ষে জেতার বিকল্প নেই বাংলাদেশের। আসন্ন ম্যাচটিতে হারলে প্রাথমিক পর্বেই শেষ হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। যদিও আফগানিস্তানের বিপক্ষে শুধু মাত্র জয়ই বাংলাদেশকে পরের পর্বে নেওয়া জন্য যথেষ্ট হবে না। জিততে হবে বড় ব্যবধানে।
কারণ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারায় রান রেটে অনেক পিছিয়ে আছে টাইগাররা। তাই জয়ের পাশাপাশি রান রেটের হিসেবটাও মাথায় রাখতে হবে।