এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। অভিষেক হচ্ছে বাঁহাতি হার্ডহিটার ব্যাটার শামিম পাটোয়ারির।
এছাড়া একাদশে এসেছেন আফিফ হোসেন ও ডানহাতি পেস বোলার হাসান মাহমুদ। আগের ম্যাচে শুন্য রানে ফেরা তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী ও মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন এই ম্যাচ থেকে। টিম ম্যানেজমেন্টের দেওয়া খেলোয়াড় তালিকায় অনুযায়ী, নাঈম শেখের সঙ্গে ওপেনিং করার কথা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি হচ্ছে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এখানে সর্বশেষ ২০০৮ সালে ওয়ানডে খেলেছি টাইগাররা। ২০০৮ সালে এশিয়া কাপে বাংলাদেশ এই মাঠে এ আরব আমিরাতকে হারিয়েছিল ৯৬ রানের বিশাল ব্যবধানে।
আফগানিস্তানের বিপক্ষে সবমিলিয়ে ১৪ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যেখানে ৮টিতে জয় নিয়ে এগিয়ে আছে টাইগাররা। বাকি ৬ ম্যাচে জিতেছে আফগানরা।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান।