• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

ড. ইউনূসকে নিয়ে খেলা বন্ধ করতে হবে: নুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে খেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘বিচারিক হয়রানি এবং ড. মুহাম্মদ ইউনূস’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, আজ আমরা মিস করছি জাফরউল্লাহ চৌধুরী ভাইকে। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে বলতেন ড. ইউনূসের বিরুদ্ধে যারা মিথ্যা ও ফরমায়েশি রায় দেওয়ার ষড়যন্ত্র করবে, তাদের গলায় গামছা লাগানো হবে। আমরা ড. ইউনূসের গায়ে কলঙ্কের ছাপ লাগতে দেবো না।

সরকারের উদ্দেশে নুর বলেন, সরকারকে সতর্ক করছি, ড. ইউনূসকে নিয়ে খেলা বা হয়রানি বন্ধ করতে হবে। তা না হলে আমরা তরুণ প্রজন্ম দেশের একজন মেধাবী-গুণী মানুষের পাশে দাঁড়াবো এবং তার পক্ষে সর্বাত্মকভাবে যা করার তাই করবো।

নুর বলেন, আজ প্রতিটা হাউজ জানে অলিখিতভাবে গোয়েন্দা সংস্থা, তথ্য মন্ত্রণালয় মনিটর করে কোন টেলিভিশনে কী ক্যাপশনের নিউজ হচ্ছে, ক্যাপশনে আলোচনা হচ্ছে। কীভাবে আজ গণমাধ্যমকে শৃঙ্খল পরিয়ে দিয়েছে। যে কারণে আপনারা দেখেছেন ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিবৃতি দিয়েছে বিশ্বের ১৬০ নেতা, যাদের মধ্যে আছেন জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে ১০৮ জন নোবেলজয়ী। ইতিহাসে মনে হয় এটাই প্রথম ঘটনা যে একজন মানুষকে নিয়ে এত মানুষ বিবৃতি দিয়েছে।

তিনি আরও বলেন, ডেভেলপমেন্ট মানে বড় বড় বিল্ডিং আর কিছু ব্রিজ, এটা একটা নেশনকে রিপ্রেজেন্ট করবে? এটা একটা জাতির উন্নয়ন? এটা হয় না। যে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে ড. ইউনূসের নোবেল প্রত্যাহারের দাবি জানান, তাদের রুচি নিয়ে ভাবা উচিত।

তিনি আরও বলেন, ভালো, যোগ্য ও দেশপ্রেমিক মানুষগুলো রাজনীতিতে এগিয়ে না আসায় অসৎ, দুর্নীতিবাজ, ধান্দাবাজ, চাটুকাররা এই সমাজের নেতৃত্ব দিচ্ছে। তাই রাজনীতিকে পরিশুদ্ধ করার জন্য তরুণদের এগিয়ে আসা খুব দরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র আইনজীবী ও গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট খালিদ হাসান, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, আলোকচিত্রী শহিদুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ